সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬




সময়ের ছায়াপথে



আশেপাশে তাকাই, দেখি অদ্ভুত ছায়াঘেরা সময়
নীরবে মুছে ফেলে দিই বাউন্ডুলের যতো ভুল কবিতা
হৃদয় আর হৃদয়হীনতার যুদ্ধে জয় হয় সভ্যতার

সত্যজিত কিংবা হেমিংওয়ে, খুব একটা টানে না আর
ব্যস্ত দিনলিপির শেষে হাইপোথিসিস জমতে থাকে
ঘুমের দরজায় দাঁড়িয়ে থাকে আগামীকালের স্বপ্ন
এলোমেলো অনুভূতির আনাগোনা জীবনের চৌকাঠে
কাকের ডাক আর বারেবারে বিরক্ত করা এলার্মের শব্দ
কিছুতেই আমাকে বিছানা থেকে ওঠাতে পারে না

আজব এক নেশা আমার দু’চোখের পাতায়


যেন দীর্ঘদিন অনিদ্রায় কাতর শরীর আর মন

আজ আমি ঘুমোতে চাই।